শিবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শাহাবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে শাহাবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। শাহাবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা শাহীন আলীসহ অন্যরা। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি সামিউল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল বাকী, পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজ ও সাধারণ সম্পাদক রকি ইসলাম ডলারসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার বিকালে মোবারকপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *