রায়হান সভাপতি কমল সম্পাদক
নিউজ ডেস্কঃ
রাজশাহীস্থ ভোলাহাট উপজেলা সমিতির কমিটি গঠন করা হয়েছে। গত ৫ এপ্রিল বুধবার এক ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে রুপালি ব্যাংক লিমিটেডের এসপিও মোঃ আবু রায়হানকে সভাপতি, অগ্রণী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার মোঃ আশরাফুল হককে সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ রেলওেয়ের এজিএম মোঃ মেহেদী হাসান কমলকে সাধারণ সম্পাদক, এবি ব্যাংক লিমিটেডের অফিসার মোঃ আসাদুজ্জামান শামীমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঔষধ ব্যবসায়ী ফারুক আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার যারা রাজশাহীতে বসবাস করে তাদের নিয়ে একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক ঠিক রাখতে এই সংগঠন তৈরি করা হয়েছে বলে জানান নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।