ডেস্ক:
উত্তর কোরিয়া দাবি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে সেনাবাহিনীতে যোগ দিতে বা পুনরায় তালিকাভুক্ত হওয়ার জন্য স্বেচ্ছায় আট লাখ নাগরিক নাম লিখিয়েছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম শনিবার এ তথ্য জানিয়েছে।
রডং সিনমুন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র শুক্রবারই সারা দেশে প্রায় আট লাখ ছাত্র ও কর্মী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সামরিক বাহিনীতে যোগদান বা পুনরায় তালিকাভুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।
পত্রিকাটি বলেছে, ‘সেনাবাহিনীতে যোগদানের জন্য ক্রমবর্ধমান উদ্যম তরুণ প্রজন্মের অদম্য ইচ্ছার একটি প্রদর্শনী, যা আমাদের মূল্যবান সমাজতান্ত্রিক দেশকে নির্মূল করার জন্য যুদ্ধ পাগলদের নির্দয়ভাবে নিশ্চিহ্ন করতে এবং জাতীয় পুনর্মিলনের মহান কারণ অর্জনের জন্য তাদের প্রবল দেশপ্রেমের স্পষ্ট প্রকাশ।’
উত্তর কোরিয়া এমন সময় এ দাবি করলো যখন চলমান মার্কিন-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হসং-১৭ এর পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি