
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুটি গরু, ধান-চাল, আসবাবসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।
এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে বাবলু নামের এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাসেল, বাবলু, রেজওয়ান ও ডাবলু চার ভাই একই বাড়িতে বসবাস করেন। শুক্রবার মধ্যরাতে ঘরে হঠাৎ আগুন লেগে বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় গোয়ালে থাকা দুটি গরু পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। অপর দুটি গরুকে আহত অবস্থায় জবাই করা হয়। এ ছাড়াও চারটি ঘর, প্রায় ২০ মণ ধান, চাল, আসবাবসহ জরুরি জিনিসপত্র পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পথচারীদের ফেলে যাওয়া বিড়ি বা সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে।