নিউজ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব পর্তুগাল এর উদ্যোগে পবিত্র মাহে রমযান উপলক্ষে ইফতার ও দোায় মাহফিল আয়োজিত হয়েছে । ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সভাপতি শাহেদুজ্জামান মোল্লার সভাপতিত্বে ১০ ই এপ্রিল সোমবার লিসবনস্থ টেস্টি আব লিসবন রেস্টুরেন্টে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয় ।
মাহদী ইসলাম জয় এর সঞ্চালনায় ইফতার মাহফিলটিতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন সংগঠনটির সভাপতি শহিদুজ্জামান মোল্লা , সাধারণ সম্পাদক জনাব কাজি আব্দুস সাত্তার , সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মানিক। বিশেষ অতিথি হিসাবে ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের সভাপতি জনাব জহিরুল আলম জসিম, বাইতুল মোকারম মসজিদের সভাপতি জনাব রানা তসলিম উদ্দিন, লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষক জহুরুল ইসলাম মুন, আবু নেছার, শাহাদাত শাহিন , সাইফুল ইসলাম রাব্বি, এফ এইচ শুভ, আল আমিন, খাইরুল , , দেলোয়া্র হোসাইনসহ পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সদস্য বৃন্দ ।
ইফতার মাহফিল শেষে পর্তুগাল কমিটির কল্যানে দোয়া অনুষ্ঠিত হয়।