বেলারুশের সংগে নতুন চুক্তি করল রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন তার দেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করবে। এতে পারমাণবিক অপ্রসারণ চুক্তিও লঙ্ঘন হবে না বলে জানান তিনি। খবর বিবিসি ও গার্ডিয়ানের।
পুতিন রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো দীর্ঘদিন ধরেই তার দেশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ইস্যুটি দাবি করে আসছিলেন।
রুশ প্রেসিডেন্ট আরো বলেন, এখানে অস্বাভাবিক কিছু নেই। প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্র দশকের পর দশক ধরে এটি করে আসছে। তারা তাদের মিত্র দেশগুলোতে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে।
পুতিন বলেন, আমরা সম্মত হয়েছি আমরাও একই কাজটি করবো।
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ হিসেবে পরিচিত বেলারুশ। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে পারে বেলারুশ- এমন শংকার মধ্যেই নতুন এ চুক্তির খবর এলো।