প্রিন্স বিশ্বাস (শ্যামল)
স্টাফ রিপোর্টার
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কাথারকান্দি গ্রামের মৃত রামচরন বিশ্বাসের ছেলে প্রিন্স বিশ্বাস (শ্যামল) এর বিরুদ্ধে পর্তুগালে চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্বসাতের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভূক্তভোগী রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে উজ্জল হোসাইন বাদি হয়ে রাজশাহীর আদালতে প্রিন্স বিশ্বাস. তার স্ত্রী ডলি বিশ্বাস, ভাই পরিমল বিশ্বাস ও শ্যালক অচিন্ত বারই এর নামে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, বাগমারার উজ্জল হোসেন বিদেশ যাবার লক্ষ্যে ভিসার আবেদন করার জন্য ঢাকার ভিসা অফিসে যায়। সেখানে গিয়ে পরিচয় ঘটে বরিশালের প্রিন্স বিশ্বাসের সঙ্গে। এক পর্যায়ে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের ২৭ জানুয়ারী বরিশাল থেকে রাজশাহীর বাগমারায় উজ্জল হোসাইনের বাড়িতে বেড়াতে আসেন প্রিন্স বিশ্বাস, তার স্ত্রী ডলি বিশ্বাস, ভাই পরিমল বিশ্বাস ও শ্যালক একই উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামের অবনী বারই এর ছেলে অচিন্ত বারই।
প্রিন্স বিশ্বাস উজ্জল হোসাইন কে পর্তুগালে চাকরী দেয়ার প্রলোভন দেখায়। ভিসাসহ যাবতীয় খরচের জন্য পাঁচ লাখ টাকা দাবী করলে উজ্জল তার প্রস্তাবে সম্মতি জানায়। প্রথমে দুই লাখ আশি হাজার টাকা প্রিন্স বিশ্বাসের স্ত্রী ডলি বিশ্বাসের হাতে দিলে তিনি তা গননা করে প্রিন্স বিশ্বাসের হাতে দিয়ে দেয়। সেখান থেকে তারা টাকা নিয়ে চলে যায়। পর্যায়ক্রমে ওই চক্রটি উজ্জলের কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা যায়। দিনের পর দিন অতিবাহিত হলেও পর্তুগাল যাবার বিষয় এড়িয়ে যায় তারা। কয়েক মাস অতিবাহিত হবার পর তাদের সঙ্গে যোগাযোগ করলে বলে চলতি বছরের জুন মাসের মধ্যেই পর্তুগাল পাঠানো হবে। এক সময়ে প্রিন্স বিশ্বাস পর্তুগালে পাড়ি জমায়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন বলে জানা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, প্রিন্স বিশ্বাস, তার স্ত্রী, ভাই ও শ্যালক দেশের বিভিন্ন জেলা থেকে পর্তুগালে চাকরীর প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরেই অর্থ হাতিয়ে নিচ্ছে। সরল বিশ্বাসে ওই চক্রটির ফাঁদে পড়ে অর্থ খুঁয়ায় বাগমারার উজ্জল।
নিরুপায় হয়ে উজ্জল হোসাইন পর্তুগালে চাকরীর নামে প্রতারনা করে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ায় বরিশালের প্রিন্স বিশ্বাস ও তার স্ত্রী, ভাই এবং শ্যালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, আসামীদের নাম ঠিকানা যাচাইয়ের জন্য উজিরপুর থানায় চিঠি দেয়া হয়েছে। সেখান থেকে রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।