বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় ১৫ মার্চ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম, মাহমুদ হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মমিন, প্রকল্প বাস্তবকায়ন কর্মকর্তা রাজীব আল রানা, যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী, বরেন্দ্রের উপ সহকারী প্রকৌশলী শামসুল আলম, বন কর্মকর্তা জোনাব আলী, সহকারী প্রোগ্রামার তাজরুল ইসলাম মিলন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও সূধীজন উপস্থিত ছিলেন। উক্ত র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।