বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যদায় পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এফ, এম, আবু সুফিয়ান এর সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদার পরিচালনায় সভায় মুঠোফোনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এবারে নারী দিবসের প্রধান শ্লোগান ছিল। “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অন্যদের মত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা বিষয়ক চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা প্রেস ক্লাবেকর সভাপতি আফাজ্জল হোসেন, সাবেক জেলা পরিষদ সদস্য নারগিস বেগম, নারীনেত্রী সানোয়ারা বেগম, কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার শাহাদাৎ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃ বৃন্দসহ নারী সংগঠনের সদস্য, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।