বর্ণাঢ্য আয়োজনে হিজাব পরল তিন হাজার তরুণী

বর্ণাঢ্য উৎসবের মাধ্যমে প্রথমবার হিজাব পরা শুরু করেছে তিন হাজারের বেশি তরুণী। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া শহরে জমকালো এই হিজাব উৎসব অনুষ্ঠিত হয়।

জানা যায়, প্রতিবছর কুর্দিস্তানের তরুণীদের হিজাব পরা উপলক্ষে বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়। নবমবারের মতো গোল্ডেন ক্রাউন ফেস্টিভাল নামের এই উৎসবের আয়োজন করেছে কুর্দিস্তান স্টুডেন্টস ডেভেলপম্যান্ট অর্গানাইজেশন (কেএসডিও)।

বর্ণাঢ্য আয়োজনে অংশ নিয়ে হিজাব পরা শুরু করে তিন হাজারের বেশি তরুণী। ছবি : সংগৃহীত

অনুষ্ঠানের আয়োজক কেএসডিও জানায়, গোল্ডেন ক্রাউন উৎসবটি প্রতিবছর সর্বাধিক গুরুত্ব দিয়ে আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারের উৎসবে তিন হাজারের বেশি তরুণী অংশ নেয়। 

বর্ণাঢ্য আয়োজনে অংশ নিয়ে হিজাব পরা শুরু করে তিন হাজারের বেশি তরুণী। ছবি : সংগৃহীত

প্রতিবছর জমকালো আয়োজনের মধ্য দিয়ে হিজাব পরতে শুরু করে কুর্দিস্তানসহ ইরাকের বিভিন্ন অঞ্চলের মুসলিম তরুণীরা। তাদের স্বাগত জানাতে এবং সবার মধ্যে হিজাবের গ্রহণযোগ্যতা বাড়াতে বৃহৎ পরিসরে বর্ণাঢ্য আয়োজন করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *