নিউজ ডেস্কঃ
পর্তুগালে বাংলাদেশি শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার লিসবন শহরে চারকোল গ্রিল রেস্তোরাঁয় বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটি-পর্তুগাল এ ইফতারের আয়োজন করে।
বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটি-পর্তুগালের সভাপতি জহুরুল ইসলাম মুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তাহসির আহমেদ মুন্নার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুন্তা আরিওস এর প্রেসিডেন্ট লুইস সোসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি ও সোসালিষ্ট পার্টির সদস্য রানা তাসলিম উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন সোসালিষ্ট পার্টির ইউথ প্রেসিডেন্ট ডুয়ার্ত মার্সেল, ইউথ লিডার ক্যাটরিনা সিলভা, রোমানিয়ান স্টুডেন্ট কমিউনিটির সভাপতি সার্জিও, আইনজীবী লওরেন্স, কমিউনিটি ব্যাক্তিত্ব রাজীব আল মামুন প্রমুখ।
উনুষ্ঠানে শিক্ষার্থীরা পর্তুগালে কিভাবে নিজেদের তুলে ধরতে পারেন সেটি নিয়ে আলোচনা করেন অতিথীরা।
ইজিবসিয়ান, জার্মানি, রোমানিয়া, পর্তুগিজসহ বিভিন্ন দেশের প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন।