অদ্ভুত অদ্ভুত নাম সম্বলিত নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পর্যন্ত অন্তত ৪০টি দল নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করেছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। এদের মধ্যে মুসকিল লীগ, ইত্যাদি পার্টি, বৈরাবরী পার্টির মতো দল আছে নিবন্ধন চাওয়ার তালিকায়।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন নিতে ইচ্ছুক রাজনৈতিক দলগুলো আগামী রোববার (৩০ অক্টোবর) পর্যন্ত আবেদন করতে পারবে।
ইসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত যেসব রাজনৈতিক দলগুলো নিবন্ধন চেয়ে আবেদন করেছে সেগুলো হলো- নৈতিক সমাজ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি, মুসকিল লীগ, নতুন বাংলা, বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ), বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), বাংলাদেশ ইত্যাদি পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক জোট (পিডিএ), বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), বৈরাবরী পার্টি ও বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ননপ্রবাসী কল্যাণ দল।
এছাড়া আরও রয়েছে- বাংলাদেশ জনমত পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ আম জনতা পার্টি, বাংলাদেশ ডেমোক্রেসি মুভমেন্ট (বিডিএম), বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি (বাংলাদেশ টিজেপি), এ বি পার্টি, সম্মিলিত সংগ্রাম পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, বাংলাদেশ এলডিপি, বাংলাদেশ জাস্টিস পার্টি, বাংলাদেশ ন্যাশনাল গ্রীন পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ, গণ রাজনৈতিক জোট-গর্জো, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), নতুন ধারা বাংলাদেশ-এনডিবি, ভাসানী অনুসারী পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, বাংলাদেশ জাতীয় দল, কৃষক শ্রমিক লীগ, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি ও বাংলাদেশ তৃণমূল লীগ ইত্যাদি।
অবশ্য এরমধ্যে বিডিপি ও এবি পার্টির সঙ্গে নিবন্ধন বাতিল হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা রয়েছে বলেও আলোচনা রয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর ইতোমধ্যেই সাংবাদিকদের জানিয়েছেন, শর্ত পূরণ করে যে কোনো দলই নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে।