জিতকে ভাইফোঁটা দিলেন শুভশ্রী

শুভশ্রী ও জিৎ—দুজনেরই নামের শেষে গাঙ্গুলি। একজন জনপ্রিয় নায়িকা, আরেকজন নামকরা সংগীত পরিচালক। পদবির মিল থাকলেও তাদের মধ্যে নেই কোনো রক্তের সম্পর্ক। তবুও তারা ভাই-বোন।

শুভশ্রী থাকেন কলকাতায়। বাংলা ও হিন্দি ছবিতে কাজের কারণে মুম্বাইতে থাকেন জিৎ। কিন্তু ভাইফোঁটার দিন ঠিকই এক দিনের জন্য উড়ে গেছেন বোনের কাছে। নিলেন ভাইফোঁটা। সেইসঙ্গে খেয়েছেন নানা পদের মুখরোচক খাবার।

ভাইফোঁটার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন দুজনেই। ভারতীয় গণমাধ্যমকে জিৎ বলেছেন, ‘শুভ আর আমার সম্পর্কটা একদম আলাদা। আমার বাবা ওকে মেয়েই বলত। যেহেতু আমরা দুজনেই গঙ্গোপাধ্যায়, সেহেতু সম্পর্কটা যেন আরও কাছের। বারবার করে ও বলেছিল আসতেই হবে। কাল সকালেই আমি ফিরে যাব।’

শুভশ্রী বলেন, ‘জিৎদার সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক। সেই সম্পর্ক শুধু কাজের সূত্রেই নয়, একটা আত্মিক টান রয়েছে। একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। বলা ভালো, এই দিনটার জন্য আমরা সকলেই অপেক্ষা করে থাকি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *