জামালপুরে সদর আ. লীগ সম্পাদককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্কঃ

জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে খন্দকার মোশতাককে নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপনকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলীয় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

বুধবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামতলিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও একঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন হাফিজুর রহমান স্বপনের কুশপুত্তলিকা দাহ করেছে।

তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মিলন, সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সেলিম ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজিজল হক, তিতপল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান ও জামতলী আঞ্চলিক ছাত্রলীগ শাখার সাবেক সভাপতি আসাদুল্লাহ প্রমুখ।

বিক্ষুব্ধ নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার বক্তৃতায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রতিযোগী ছিল খন্দকার মোশতাক আহমেদ। তার এই বক্তব্যকে ধৃষ্টতাপূর্ণ উল্লেখ করে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নেতা হাফিজুর রহামন স্বপনকে বহিষ্কার এবং সদর উপজেলা আওয়ামী লীগের কমিটির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া না হলে লাগাতার আন্দোলনের হুমকি দেন। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনের কুশপুত্তলিকা দাহ করেন।

সুত্রঃ কালের কন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *